
বছর শেষে নতুন খবর দিলেন তিশা
ডিসেম্বর ৩১, ২০২০নতুন রূপে পর্দায় হাজির হতে যাচ্ছেন নুসরাত ইমরোজ তিশা। প্রথমবারের মতো টেলিভিশন অনুষ্ঠান সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে তাকে। বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত এই অভিনেত্রী।
এর আগে বেশ কিছু অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিশা। তবে তা প্রফেশনাল ছিল না। টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনার অভিজ্ঞতা এবারই প্রথম।
বিষয়টি উল্লেখ করে তিশা বলেন, এটি একটি গেম শো। জীবনে প্রথম ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছি। এটি অনলাইন ও টিভিতে প্রচার হবে। বিষয়টি নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। দেখা যাক দর্শক কীভাবে গ্রহণ করেন।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাত ৯টায় এনটিভিতে ‘দ্য বক্স’ নামের এ অনুষ্ঠান প্রচার হবে। আগামীকাল (১ জানুয়ারি) রাত ৭টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে এটি। এবারের পর্বে নুসরাত ইমরোজ তিশার অতিথি হয়ে আসছেন অভিনয়শিল্পী মাসুমা রহমান নাবিলা ও সিয়াম আহমেদ।