
বছর শেষে দুই সিনেমা মুক্তি
ডিসেম্বর ২৫, ২০২০করোনায় সাত মাস বন্ধ থাকার পর অক্টোবরে সিনেমা খুললেও তেমন দর্শক সাড়া মেলেনি। প্রযোজকরাও বড় বাজেটের ছবি মুক্তি দেয়ার সাহস পাননি। তাই বছরের শেষটাও হচ্ছে কম বাজেটের দু’টি সিনেমা দিয়ে। আজ মুক্তি পেয়েছে দুই ছবি- গাজী রাকায়েত পরিচালিত ‘গোর’ ও মুকুল নেত্রবাদীর ‘আমি তোমার রাজা তুমি আমার রানী’।
বাংলা ও ইংরেজী- দুই ভাষাতে নির্মিত হয়েছে ‘গোর’ সিনেমাটি। চট্টগ্রামের সিলভার স্ক্রিনে দু’টি পর্দায় ছবিটি মুক্তি পাবে। একটিতে বাংলা ‘গোর’ প্রদর্শন করবে, অন্যটি ইংরেজী ‘দ্য গ্রেভ’ প্রদর্শিত হবে। পরিচালনার পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্য ও কাহিনীও লিখেছেন গাজী রাকায়েত। এতে কেন্দ্রিয় চরিত্রের অভিনেতাও তিনি।
‘দ্য গ্রেভ’ ও ‘গোর’ সিনেমার ব্যাপ্তিকাল দুই ঘণ্টা ১২ মিনিট। সরকারি অনুদানে নির্মিত সিনেমা হলেও ইমপ্রেস টেলিফিল্ম এতে সহ-প্রযোজক হিসেবে সম্পৃক্ত হয়েছে।
অন্যদিকে ‘আমি তোমার রাজা তুমি আমার রানী’র পরিচালক করেছেন মুকুল নেত্রবাদী। ছবিটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করেছেন আদনান আদি। দেশের ১৫টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছে এটি।