
ফিরছেন মিলা
ডিসেম্বর ২৩, ২০২০বাংলাদেশের পপ-রক সঙ্গীতে এক উন্মাদনার নাম মিলা। তার গানে মেতে ওঠে দেশের আনাচ-কানাচ। তবে মাঝে দীর্ঘদিন গান থেকে দূরে ছিলেন তিনি। সেই বিরতি কাটিয়ে নতুন গান নিয়ে ফিরছেন মিলা।
নতুন বছর উপলক্ষে মিলা ‘আইস্যালা’ শিরোনামের গান দিয়ে শ্রোতাদের মাতাতে আসছেন তিনি। সঙ্গে থাকছে মিউজিক ভিডিও। গানের কথা লিখেছেন ও সঙ্গীত পরিচালনা করেছেন মিলা নিজেই।
মিলার সঙ্গে গানটির কো-প্রোডিউসার ছিলেন নাভেদ পারভেজ। ‘আইস্যালা’ এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রফিকুল ইসলাম র্যাফ। যিনি মূলত মডেল ফটোগ্রাফার হিসেবে পরিচিত।
মিলা জানান, এটি একটি ক্লাব ঘরানার গান। তাই এর ভিডিওটাও জমকালো আয়োজনে মডার্ন ধাঁচে করা হয়েছে। যেহেতু গানটি ক্লাব নাম্বার, তাই দেশের সমস্ত ডিজে’কে এই গান উৎসর্গ করেছেন মিলা।
আগামী ২৪ ডিসেম্বর অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে ‘আইস্যালা’ প্রকাশিত হতে যাচ্ছে।