
পরীর গডফাদার কে?
ডিসেম্বর ১৭, ২০২০এ সময়ের জনপ্রিয় নায়িকাদের অন্যতম পরীমনি। করোনার মহামারির দীর্ঘ স্থবিরতার পর বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে তার নতুন সিনেমা ‘বিশ্বসুন্দরী’।এর মাঝেই আরেক খবর দিলেন তিনি।
একটি ভার্চুয়াল শো ‘জীবন যেখানে যেমন’-এ অংশনিয়ে পরীমনি জানালেন মিডিয়ায় নিজের গডফাদারের কথা। এ নিয়ে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে পরী বলেন, হ্যাঁ, আমিও শুনেছি সিনেমায় নায়ক-নায়িকাদের নাকি গডফাদার থাকে। আমারো আছে।
এ সময় পরীমনি বলেন, গডফাদারটা কে তা কি জানেন? মূলত আত্মবিশ্বাসই আমার গডফাদার। এই আত্মবিশ্বাসের বলেই আমি ছিলাম এবং থাকবো আশা করি।
এদিকে, ‘স্ফুলিঙ্গ’ নামের রতুন চলচ্চিত্রে অভিনয় করেছেন যুক্ত হয়েছেন পরীমনি। এটি নির্মাণ করছেন অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ।