
নতুন বছরের প্রথম দিন থেকেই ‘হিট’
ডিসেম্বর ৩১, ২০২০নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক নাটক হিট। নতুন বছরের প্রথম দিন থেকেই নাটকটি দেখা যাবে বলে জানিয়েছেন পরিচালক।
মোস্তফা কামাল রাজের ১৩তম ধারাবাহিক নাটক হিট। তিনি জানান, নতুন ইংরেজি বছর উপলক্ষে দর্শকদের জন্য তার এই উপহার। তিনি আশা করছেন, সব বয়সী দর্শকরা নাটকটি উপভোগ করবেন।
এ নাটকে অভিনয় করেছেন এক ঝাঁক অভিনয়শিল্পী। তাদের মধ্যে আছেন হাসান মাসুদ, সাজু খাদেম, আশনা হাবিব ভাবনা, সারিকা সাবাহা, মনিরা আক্তার মিঠু, ইশতিয়াক আহমেদ রুবেলসহ আরো অনেকে।
আসছে ১ জানুয়ারি থেকে প্রতি শুক্র ও শনিবার রাত ৮টা ১৫ মিনিটে বাংলাভিশনে দেখা যাবে নাটকটি। পাশাপাশি ইউটিউব চ্যানেল সিনেমাওয়ালাতে রাত ৯টা থেকেও নাটকটি দেখতে পাবেন দর্শকরা।
এই ধারাবাহিক নাটকটির গল্প লিখেছেন মারুফ রেহমান ও শিরোনাম সংগীত গেয়েছেন অয়ন চাকলাদার।