
দেবের কণ্ঠে শোনা গেল ‘জয় বাংলা’ স্লোগান
ডিসেম্বর ২৭, ২০২০কলকাতার অভিনেতা দেবের কণ্ঠে এবার শোনা গেল ‘জয় বাংলা’ স্লোগান। কমান্ডো সিনেমায় বাংলাদেশের একজন ন্যাশনাল সিকিউরিটি অফিসারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। শুক্রবার প্রকাশ পেয়েছে সিনেমার টিজার। এতে ‘জয় বাংলা’ স্লোগান শোনা গেছে দেবের মুখে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত এ সিনেমায় বেশ কিছু অ্যাকশন দৃশ্য দেখা গেছে। আভাস পাওয়া গেছে জঙ্গিদের বিরুদ্ধে কোনো এক মিশনে কাজ করছেন কমান্ডো দেব।
বাংলাদেশের সিনেমায় এই প্রথম অভিনয় করেছেন দেব। শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন সেলিম খান। এর পরিচালক শামীম আহমেদ রনি। সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জাহারা মিতু।
জানা গেছে, নতুন বছরের কোনো এক ঈদে মুক্তি পাবে কমান্ডো সিনেমাটি।