
দেখা মিললো সিগারেট বিক্রেতা মেহজাবিনকে
ডিসেম্বর ৭, ২০২০ফ্যাকাসে গায়ের রং। পরনে ছাপার থ্রি পিস। তার ওপর দিয়ে জড়ানো ময়লা সোয়েটার। গলায় ঝুলছে সিগারেটের ট্রে। ভ্রুঁ কুচকে গুনছেন টাকা।দেখে সাধারণ কোনো মেয়ের মনে হলেও এটি অভিনেত্রী মেহজাবিন।
ফেসবুকে এরকম একটি ছবি শেয়ার করেছেন মেহজাবিন। মুহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় এটি। আর এতেই নেটিজেনদের প্রশংসায় ভেসে যান এই অভিনেত্রী।
চরিত্রের প্রয়োজনে অভিনেত্রীর এরকম উপস্থাপন বাহবা পাওয়ার যোগ্য- এমনটাই মনে করছেন নেটিজেনরা।
জানা গেছে, ‘পান সুপারি’ শিরোনামের নাটকে এমন রূপে দেখা যাবে অভিনেত্রীকে। নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। এতে মেহজাবিনের বিপরীতে অভিনয় করেছেন তাহসান।
নির্মাতা সুত্রে জানা গেছে, ‘পান সুপারি’ নাটকটি ২০২১ সালের ভালোবাসা দিবসে একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।