
জিমে নাচলেন সারা, প্রকাশ্যে আসতেই ভাইরাল
ডিসেম্বর ১৪, ২০২০বলিউডের আলোচিত অভিনেত্রী সারা আলী খান শুটিংয়ের মাঝে নতুন জিমের ভিডিও শেয়ার করলেন। সেখানে দেখা যায়, জিমের মাঝে নাচছেন সারা।
‘কুলি নম্বর ওয়ান’র একটি গানের সুরেই নাচতে দেখা যায় তাকে। ওই ভিডিও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন সারা।
সেখানে দেখা যায়, তার ভক্তরা তো বটেই, বলিউডের অনেকেই বিভিন্ন মন্তব্য করতে শুরু করেন। যার মধ্যে অন্যতম ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা।
মণীশ বলেন, বলিউড ডান্সিং ইন দ্যা জিম’। সবকিছু মিলিয়ে রোববার সারার ওই ভিডিও প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।
সম্প্রতি মাদক মামলায় নাম জড়ানোর পর থেকে সারাকে নিয়ে একের পর এক মন্তব্য করা হয় বিভিন্ন মহল থেকে। বিষয়টি নিয়ে সারার বাবা সাইফ আলীও মুখ খোলেননি।
মাদক মামলায় নাম জড়ানোর পর বাবা মেয়ের সম্পর্ক খারাপ হয় বলে গুঞ্জন শোনা যায়।