
কেন গালের দাগ ঢাকেন না এই নায়িকা?
ডিসেম্বর ১৩, ২০২০ভারতের দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। ‘ফিদা’, ‘প্রেমাম’, ‘কালি’ ছবির নায়িকা সাই পল্লবী সিনেমায় সাদামাটা লুক রাখেন।
শুধু তাই না ২০১৯ সালে ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। মালায়লাম ছবির নায়িকা অভিনয়ের জন্য সব সময় দুটি শর্ত মেনে চলেন।
সাই পল্লবী বলেন, আমার দুটি শর্ত আছে, যা কোনো ছবিতেই ভাঙতে চাই না। আমি ছোট ও আঁটসাঁট পোশাক পরতে চাই না। অন্য শর্ত হলো, পর্দায় চুম্বন দৃশ্য করব না।
একবার তাকে পর্দায় চুম্বন দৃশ্য করতে অনুরোধ জানানো হয়। তবে তা করতে রাজি হননি সাই পল্লবী।
এই অভিনেত্রীর ভক্তদের জন্য সুখবর হলো ‘পাবা কাদাইগাল’ নামে একটি অ্যান্থলজি ছবিতে দেখা যাবে সাই পল্লবীকে। ১৮ ডিসেম্বর এটি মুক্তি পাবে নেটফ্লিক্সে।