
কলকাতার সিনেমায় কৃষ্ণলাল চরিত্রে হাসান মাসুদ
ডিসেম্বর ২২, ২০২০এবার কলকাতার সিনেমায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘ক্যানভাসার’ গল্প অবলম্বনে দেবরাজ দে নির্মাণ করছেন ‘ফেরিওয়ালা’ নামে ছবি। এই ছবিতে কৃষ্ণলাল চরিত্রে অভিনয় করবেন হাসান মাসুদ।
এ প্রসঙ্গে হাসান মাসুদ বলেন, এটি আমার জন্য ভালোলাগার একটি বিষয়। দেশের বাইরে প্রথমবার কাজ করতে যাচ্ছি। তা-ও আবার নাম-ভূমিকায়। আশা করি ভালো কিছু হবে।
করোনা-পরবর্তী সময়ে সিনেমার শুটিং শুরু হবে বলে জানান তিনি। তবে ছবির অন্যান্য অভিনয়শিল্পী সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি জনপ্রিয় এই অভিনেতা।
চার বছর অভিনয় থেকে দূরে ছিলেন হাসান মাসুদ। কিছুদিন আগে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের একটি নাটকে অভিনয়ের মধ্য দিয়ে আবারো অভিনয়ে ফিরেছেন তিনি।