
করোনায় আক্রান্ত রাকুল প্রীত সিং
ডিসেম্বর ২২, ২০২০করোনায় আক্রান্ত হয়েছেন বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী রাকুল প্রীত সিং। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় করোনা পজিটিভ আসার খবর নিশ্চিত করেছেন এই অভিনেত্রী নিজেই।
সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, সবাইকে অবগত করছি, কোভিড-১৯ পজিটিভ এসেছে আমার। বর্তমানে আমি আইসোলেশনে আছি। তবে শারীরিকভাবে আমি ভালো বোধ করছি। আশা করছি শিগগিরই পুরোপুরি সুস্থ হয়ে শুটিংয়ে ফিরব। সবার প্রতি অনুরোধ যারা আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে পরীক্ষা করান। সবাই নিরাপদে থাকুন।
গেলো মাসেই পরিবারসহ মালদ্বীপে গিয়েছিলেন রাকুল প্রীত সিং। এই অভিনেত্রীকে নাম ঠিক না হওয়া একটি ছবিতে অর্জুন কাপুরের বিপরীতে দেখা যাবে। এছাড়া ‘মেডে’ নামে একটি ছবিতে দেখা যাবে রাকুল প্রীত সিংকে।