
আরিয়ানা গ্রান্ডের বাগদান সম্পন্ন
ডিসেম্বর ২২, ২০২০বাগদান সারলেন জনপ্রিয় মার্কিন গায়িকা আরিয়ান গ্রান্ডে। গত জুনে ডাল্টন গোমেজের সঙ্গে সম্পর্কে জড়ানোর ঘোষণা দেন আরিয়ানা।
এবার সেই প্রেমিকের সঙ্গেই আংটি বদল হয়েছে তার।
সোমবার ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করে বাগদানের খবর দেন এ মার্কিন সংগীতশিল্পী। ইনস্টাগ্রামে ছবিগুলো দিয়ে এই গায়িকা বলেছেন, ফরএভার অ্যান্ড দেন সাম।
ছবিতে দেখা গেছে, ডাল্টন গোমেজ আরিয়ানাকে যে আংটি দিয়েছেন, তাতে মুক্ত ও হীরা বসানো। আরিয়ানার বাম হাতে শোভা পাচ্ছে তা।
জানা যায়, ডাল্টন গোমেজ পেশায় রিয়েল এস্টেট এজেন্ট। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে তার সঙ্গে নিজ বাড়িতে সময় পার করছেন আরিয়ানা।
তবে এবারই প্রথম না এর আগেও এসএনএল স্টার পেট ডেভিনসনের সঙ্গে বাগদান করেছিলেন আরিয়ানা। কিন্তু ২০১৮ সালের অক্টোবরে তারা সে সম্পর্ক থেকে বেরিয়ে আসেন।