
আবারো জুটি বেঁধে ফিরছেন সালমান-ক্যাটরিনা
ডিসেম্বর ২৩, ২০২০নতুন বছরে আবারো জুটি বেঁধে ফিরছেন সালমান খান-ক্যাটরিনা কাইফ। এবার ‘টাইগার থ্রি’ সিনেমায় জুটি বাঁধবেন তারা। দুজনই এখন ব্যস্ত তাদের পূর্বপ্রতিশ্রুতি পূরণে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২১ সালের মার্চে ‘টাইগার থ্রি’র শুটিং করবেন সাল্লু-ক্যাট।
বলিউড হাঙ্গামার খবর, ক্যাটরিনা কাইফ সম্প্রতি ‘ফোন ভূত’ সিনেমার শুট শুরু করেছেন। এ সিনেমায় তার সহ-অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদি ও ঈশান খট্টর।
অন্যদিকে, সালমান খান ‘অন্তিম-দ্য ফাইনাল ট্রুথ’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। দুজনের এ দুই সিনেমার শুট শেষ হলে ‘টাইগার থ্রি’র কাজ শুরু করবেন পরিচালক।
খবরে বলা হয়েছে, আগামী বছরের মার্চে মুম্বাইয়ে ‘টাইগার থ্রি’র শুট শুরু হবে এবং তারপর শুট হবে মধ্যপ্রাচ্যে। সিনেমাটি প্রযোজনা করছে যশরাজ ফিল্মস এবং পরিচালনা করবেন মনীশ শর্মা।