
৫০ বছরেও সিঙ্গেল থাকার কারণ জানলেন টাবু
নভেম্বর ৫, ২০২০বলিউড অভিনেত্রী টাবু ওরফে তাবাস্সুম ফতিমা হাশমি ৫০ বছরে পা দিলেন । এখনও তিনি সিঙ্গেল। এর কারণ এতো দিন না বললেন এবার জানিয়েছেন। তার সিঙ্গেল থাকার রহস্য কী? কেন তিনি বিয়ে করলেন না?
জীবনের প্রতিটি মুহূর্তেই এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে এই অভিনেত্রীকে। ‘মুম্বই মিরর’র একটি সাক্ষাৎকারে তিনি এর যোগ্য জবাবটি দিয়েছিলেন।
টাবু বলেন, ‘অজয় দেবগনকে আমি ২৫ বছর ধরে চিনি। আমার তুতো ভাইয়ের প্রতিবেশী ও সব থেকে ভাল বন্ধু। সেই থেকেই আমাদের একসঙ্গে বড় হওয়া ও গভীর বন্ধুত্বের শুরু। কিন্তু ছোটবেলায় তারা দু’জনে মিলে আমার ওপরে নজরদারি করতো।
যোগ করে বলেন, কোনও ছেলেকে আমার আশেপাশে আসতে দিত না। কখনো কোনো ছেলেকে আমার সঙ্গে কথা বলতে দেখলে তাকে গিয়ে হুমকি দিয়ে আসত। তাই আজ আমার সিঙ্গেল থাকার জন্য যদি কাউকে দোষারোপ করতেই হয়, তাহলে সে হল অজয়।