
৫০ দশকের লুকে শ্রীদেবী কন্যা
নভেম্বর ৯, ২০২০বলিউডে সম্ভাবনাময় তরুণ অভিনেত্রীদের একজন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। ‘ধাড়াক’ অভিনেত্রী সোমবার ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি আপলোড করেছেন তিনি। এতে ৫০ এর দশকের নায়িকাদের লুকে নিজেকে হাজির করেছেন তিনি।
ছবিগুলো শেয়ার করে এর সঙ্গে দিয়েছেন ছোট্ট একটি বার্তা। সেখানে এই অভিনেত্রী লেখেন, একদিনের জন্য ১৯৫০ এর দশকে বাঁচার ভান করেছি এবং বেশ উপভোগও করেছি।
২০১৮ সালে শশাঙ্ক খৈতানের পরিচালিত ধাড়াক ছবির মাধ্যমে জাহ্নবীর অভিষেক হয় বলিউডে। এরপর গোস্ট স্টোরিজ, গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল দিয়ে নজর কেড়েছেন তিনি।
বর্তমানে জাহ্নবীর হাতে আছে রুহি আফজানা, দোস্তানা টু ও তখত ছবির কাজ। রুহি আফজানা ছবিতে জাহ্নবীর সহশিল্পী আরেক তরুণ অভিনেতা রাজকুমার রাও এবং দোস্তানা টুতে জাহ্নবীর নায়ক কার্তিক আরিয়ান।