
‘১৯৭১ সেই সব দিন’-এ মৌসুমী হামিদ
নভেম্বর ৪, ২০২০নাটক ও ছবিতে নিয়মিত অভিনয় করছেন মৌসুমী হামিদ। সেই ধারাবাহিকতায় নতুন একটি ছবিতে অভিনয় শুরু করেছেন এই অভিনেত্রী। সরকারি অনুদানে নির্মিত এই ছবির নাম ‘১৯৭১ সেই সব দিন’। পরিচালনা করছেন নাট্যাভিনেত্রী হৃদি হক।
সম্প্রতি পুরান ঢাকার একটি লোকেশনে ছবিটির শুটিং শুরু হয়েছে। এতে কেন্দ্রীয় একটি চরিত্রেই অভিনয় করছেন মৌসুমী হামিদ।
এর আগে প্রশান্ত অধিকারীর পরিচালনায় ‘হাডসনের বন্দুক’ নামের একটি সরকারি অনুদানের ছবিতে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। যদিও ছবিটি আর মুক্তি পায়নি।
এদিকে গাজী রাকায়েত পরিচালিত ‘গোর’ নামের একটি ছবিতেও অভিনয় করেছেন মৌসুমী হামিদ। এটি আগামী জানুয়ারিতে আমেরিকার নিউইয়র্কে প্রথম মুক্তি পাবে।