
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে সুজাতা
নভেম্বর ২৫, ২০২০‘রূপবান’ খ্যাত অভিনেত্রী সুজাতা বুধবার সকালে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন। তাকে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে সিসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন তিনি। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এই অভিনেত্রীর জন্য দোয়াও চেয়েছেন জায়েদ খান বলেন, হাসপাতালে ভর্তি হয়ার পর সুজাতা ম্যাডামকে চিকিৎসকরা পর্যবেক্ষনে রেখেছেন। টানা দুইদিন তাকে পর্যবেক্ষনে থাকবেন বলে জানিয়েছেন। সবার কাছে ওনার জন্য দোয়া চাই।
১৯৬৫ সালে মুক্তি পাওয়া ‘রূপবান’ চলচ্চিত্রে মাত্র বারো বছর বয়সী নায়িকার চরিত্রে অভিনয় করে তন্দ্রা মজুমদার নামের এক কিশোরী দর্শকের মন জয় করে নেন। পরিচালক সালাহউদ্দিন এই তন্দ্রা মজুমদারের নাম রাখেন সুজাতা। আজও যিনি ‘রূপবান’ হয়েই আছেন দর্শকের হৃদয়ে।