
সুস্থ হয়ে উঠছেন অপূর্ব
নভেম্বর ১০, ২০২০করোনা আক্রান্ত হওয়ার পর অভিনেতা অপূর্বর অবস্থা বেগতিক হওয়ায় আইসিইউতে ভর্তি করা হয়, দেওয়া হয় প্লাজমা। কিন্তু ছয়দিন চিকিৎসা দেয়ার পর অপূর্বর শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভয় কেটে গেছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অপূর্ব।
১ নভেম্বর করোনা আক্রান্ত হন অপূর্ব। দুদিন পরেই শারীরিকভাবে প্রচণ্ড দুর্বলতা অনুভব করেন এ অভিনেতা। ৩ নভেম্বর তাকে রাজধানীর শ্যামলীর স্পেশালাইসড হাসপাতালে ভর্তি হয় করা হয়। চিকিৎসকরা অবস্থার অবনতি হতে পারে ধারণা করে রাতেই তাকে আইসিইউতে ভর্তি করেন।
সোমবার হাসপাতালটির ডিউটি অফিস লুৎফর কবির বলেন, অপূর্বর শরীরে অক্সিজেন স্বাভাবিক। এমনকি তার কোনো জ্বর নেই। ফুসফুসেও সমস্যা নেই। তিনি স্বাভাবিক রয়েছেন। আপাতত ভয়ের কোনো কারণ নেই। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
তিনি জানান, করোনা আক্রান্ত রোগীকে ১৪ দিন পর টেস্ট করা হয়। তাই ১৪ দিন হলে তার করোনা টেস্ট করানো হবে। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন। খাওয়া দাওয়াও করছেন সুস্থ মানুষদের মতো।
অপূর্ব সর্বশেষ ‘যদি তবু কিন্তু’ নামে একটি ওয়েব ফিল্মে কাজ করছেন। শিহাব শাহীনের পরিচালনায় এ ওয়েব ফিল্মে অপূর্বর বিপরীতে অভিনয় করছেন নুসরাত ফারিয়া।