
মা হলেন অমৃতা
নভেম্বর ২, ২০২০নতুন অতিথিকে স্বাগত জানালেন বলিউডের অভিনেত্রী অমৃতা রাও-আনমোল দম্পতি। রোববার সকালে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।
এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ৩৯ বছর বয়সী এই অভিনেত্রীর মুখপাত্র।
প্রসঙ্গত, সাত বছর মন দেওয়া-নেওয়ার পর ২০১৬ সালে আনমোলকে বিয়ে করেন অমৃতা। এরপর বলিউড থেকেও বিদায় নেন ‘বিবাহ’-র নায়িকা। সবশেষ ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ঠাকরে’ ছবিতে পর্দায় একটি ছোট চরিত্রে দেখা গিয়েছিল অমৃতাকে।