
বিয়েতে কত দামের লেহেঙ্গার পরেছিলেন কাজল?
নভেম্বর ৩, ২০২০ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছেন। গত ৩০ অক্টোবর দ্যা তাজ প্যালেস হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়েতে কাজল পরেছিলেন লেহেঙ্গা। যে ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কাজলের পরনে লেহেঙ্গাটি নেটিজেনদের নজর কেড়েছে। অনেকে জানতে চাচ্ছেন, এই লেহেঙ্গা তৈরিতে কত খরচ হয়েছে?
কাজলের বিয়ের লেহেঙ্গাটি ডিজাইন করেছেন অনামিকা খান্না। তিনি জানান, লেহেঙ্গাটিতে অ্যামব্রয়ডারি ফ্লোরাল কারুকাজ করা হয়েছে। ২০ জন শ্রমিক ১ মাসে এটি তৈরি করেছেন।
অক্টোবরের প্রথম সপ্তাহে কাজল বিয়ের ঘোষণা দেন। আর তার আগেই এই লেহেঙ্গা তৈরির কাজ শুরু করেন তারা। তবে অনামিকা খান্না খরচের বিষয়ে কিছু না জানালেও ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, এটি তৈরিতে ব্যয় হয়েছে ১ লাখ রুপির বেশি।