
বছরের প্রথম দিনেই আসছে প্রিয়াঙ্কার চমক
নভেম্বর ২৩, ২০২০বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার হলিউডেও সফল ও প্রশংসিত। করোনার কঠিন সময়ের মধ্যেই মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন হলিউড ছবি ‘উই ক্যান বি হিরোস’। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের প্রথম দিনে।
প্রস্তুতি হিসেবে এরই মধ্যে ছবির টিজার প্রকাশ পেয়েছে। এতে প্রিয়াঙ্কার ঝলমলে উপস্থিতি দেখে দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ছবিটি প্রযোজনা করেছেন নেটফ্লিক্স।
ছবিটি মুক্তির ব্যাপারে এক টুইট বার্তায় প্রিয়াঙ্কা জানান, শুটিংয়ের সেরা মুহূর্ত কাটিয়েছি এ ছবি করার সময়। রবার্ট রজার্স এবং বাচ্চাদের সঙ্গে কাটানো সময়গুলো ছিল অনবদ্য। তাই আমি বলব সামনের বছর দারুণ কিছু অপেক্ষা করছে আমার জন্য। আশা করছি নতুন বছরে নতুন সূচনা হবে।
‘উই ক্যান বি হিরোস’ নব্বই দশকের সাড়া জাগানো ছবি শার্কবয় এবং লাভা গার্লের সিক্যুয়াল। এর চিত্রনাট্য লিখেছেন পরিচালক রবার্ট রজার্স নিজেই।
এদিকে, প্রিয়াঙ্কা বর্তমানে হলিউডে কিয়ানু রিভসের ‘ম্যাট্রিক্স-৪’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এছাড়া তার অভিনীত বলিউডের রামিন বাহরানি পরিচালিত ‘হোয়াইট টাইগার’ ছবিটিও মুক্তির অপেক্ষায় রয়েছে।