
ফ্রান্সের পণ্য বয়কট, সমালোচনা এবং ফারিয়ার জবাব
নভেম্বর ১, ২০২০ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অপমানের প্রতিবাদে উত্তাল মুসলিমবিশ্ব। তার প্রেক্ষাপটে ফরাসি পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে বেশ কয়েকটি আরব বাণিজ্য সমিতি। বিশ্বের অনেক মুসলিম তারকাও ফরাসি পণ্য বর্জন করে অন্যদের উৎসাহিত করেছেন। শনিবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া।
তিনি জানান, তিনি ফরাসি ব্র্যান্ডের একটি দামি ঘড়িও ফেলে দিয়েছেন। ফারিয়ার এ স্ট্যাটাসের পর অনেক প্রশংসিত হয়েছেন তিনি। আবার অনেক সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে।
এবার সেই সমালোচনার জবাব দিয়েছেন তিনি। আগের স্ট্যাটাসের কয়েক ঘণ্টা পর সমালোচনার জবাব দিয়ে নুসরাত ফারিয়া আরো একটি স্ট্যাটাস দেন।
সেখানে ফারিয়া লিখেছেন, কেন একটি সহজ বিষয়কে এতোটা জটিল করে তুলতে হবে? যদি কারো কথা আমার অনুভূতিতে আঘাত করে, তবে কি সেটা জানানোর আমার অধিকার নাই? নাকি অভিনেত্রী বলে আমার কোনো মতামতই থাকতে পারে না?
তিনি লিখেছেন, আমার ধর্ম, আমার বিশ্বাস এবং আমার সহ্যসীমার বাইরে চলে যায় এমন কিছু নিয়ে কথা বলার ২০০ ভাগ অধিকার আমার আছে।