
প্রথমবার অনুদানের ছবিতে মোশাররফ-জুঁই দম্পতি
নভেম্বর ২০, ২০২০প্রথমবার অনুদানের চলচ্চিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম-রোবেনা রেজা জুঁই দম্পতি। ২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘গাঙকুমারী’ চলচ্চিত্রে দেখা যাবে তাদের। গুরুত্বপূর্ণ চরিত্রে আরো আছেন শক্তিমান অভিনেতা তারিক আনাম খান।
সাধনা আহমেদের রচনায় ছবিটি পরিচালনা করছেন ফজলুল কবীর তুহিন। সুনামগঞ্জের হাসাউড়া এলাকায় ছবির দৃশ্যধারণ শুরু হয় ছবিটির। আগামী ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত দ্বিতীয় লটের শুটিং হবে।
চলচ্চিত্রটি ভাটি অঞ্চলের জেলে জীবন নিয়ে নির্মিত হচ্ছে। এতে নেতিবাচক দুটি চরিত্রে দেখা যাবে তারিক আনাম খান ও মোশাররফ করিমকে। আর গুরুত্বপূর্ণ চরিত্রে রোবেনা রেজা জুঁইকে দেখা যাবে বলে জানান পরিচালক।
তবে ‘গাঙকুমারী’র কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে একজন নবাগতাকে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলার শিক্ষার্থী তুরা। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হচ্ছে তার। পাশাপাশি তুরাস, জিসানসহ আরো কয়েকজনকে দেখা যাবে।