
নায়লা নাঈমের জীবনী নিয়ে বই
নভেম্বর ৯, ২০২০মডেল নায়লা নাঈমকে নিয়ে প্রকাশ হলো বই: ‘নায়লা নাঈম দ্য কুইন অব কন্ট্রোভার্সি পার্ট ওয়ান’। শনিবার রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্র ভবনে এর মোড়ক উন্মোচন হয়। এতে উপস্থিত ছিলেন নায়লা নাঈম, বইটির লেখক আহমেদ সাব্বির, ফটোগ্রাফার আবু নাসেরসহ অনেকে।
লেখক জানান, বইটি নায়লা নাঈমের জীবনের গল্প দিয়ে সাজানো। এটি প্রথম খণ্ড। প্রকাশ করেছে গ্রন্থিক।
আহমেদ সাব্বির বলেন, বইটিকে নায়লা নাঈমের জীবনী বলা হলেও পুরো জীবন এখানে ওঠে আসেনি। বরং এটা ‘পার্শিয়াল বায়োগ্রাফি’ বলতে পারেন। এখানে আছে তার পেশাগত জীবন, ব্যক্তিজীবনের সম্পর্ক এবং কিছুটা অতীত।
তিনি জানান, ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত বইটির কাজ হয়েছে।
বইয়ের প্রথম পাতায় আছে নায়লা নাঈমের হাতে লেখা শুভেচ্ছা বার্তা। মোট ২০টি অধ্যায়ে বিন্যস্ত হয়েছে গ্রন্থটি।