চলতি সপ্তাহে নতুন একটি বিজ্ঞাপনে কাজ করেছেন মডেল-অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন সাবরিনা আইরিন। বিজ্ঞাপনটি শিগগিরই প্রচারে আসবে বলে জানিয়েছেন টয়া।
এ প্রসঙ্গে টয়া বলেন, মডেলিংয়ের কাজ করতে আগে থেকেই স্বাচ্ছন্দ্যবোধ করি। নতুন এ বিজ্ঞাপন একটি ওয়েবসাইটের প্রচারণার। আশা করছি দর্শকের চোখে পড়বে কাজটি। করোনার প্রকোপ না থাকলে এরই মধ্যে আরো কিছু বিজ্ঞাপনে কাজ করতাম।
বর্তমানে হাবিব শাকিলের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘পরের মেয়ে’তে অভিনয় করছেন টয়া। কিছুদিন আগে রাকেশ বসুর পরিচালনায় ‘শেষ থেকে শুরু’ এবং রতন হাসানের পরিচালনায় ‘শুনতে চাও তুমি’ নামের দুটি একখণ্ডের নাটকে অভিনয় করেছেন তিনি।