আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া এবার গাইলেন ‘এ বাঁধন যাবে না ছিঁড়ে’ শিরোনামের গান। স্নেহাশীষ ঘোষের কথায় গানটির সুর-সংগীতায়োজন করেছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। ফারিয়ার সঙ্গে গানটিতে কণ্ঠও দিয়েছেন ইমরান।
জানা গেছে, ১০ ডিসেম্বর বসছে এবারের চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। সেই আয়োজনের জন্য নতুন এই গান নির্মাণ করা হয়েছে।
এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, আমি গান করি, সে কারণে এ গানে কণ্ঠ দেওয়া। গানটাও খুব সুন্দর, আমি যে ধরনের গান করি, তা থেকে পুরোটাই আলাদা।
প্রসঙ্গত, ২০১৮ সালের এপ্রিলে ‘পটাকা’ গানটি দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন নুসরাত ফারিয়া। চলতি বছরের ১৪ অক্টোবর ‘আমি চাই থাকতে’ শিরোনামে তার দ্বিতীয় গান প্রকাশিত হয়।