
গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘রূপসা নদীর বাঁকে’
নভেম্বর ২২, ২০২০ভারতের গোয়াতে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া-তে আমন্ত্রিত হয়েছে তানভীর মোকাম্মেল নির্মিত চলচ্চিত্র ‘রূপসা নদীর বাঁকে’।
আগামী ১৬-২৪ জানুয়ারি ব্যাপী অনুষ্ঠিতব্য ৫১তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটি ওয়ার্ল্ড প্যানোরমা বিভাগে প্রদর্শিত হবে।
দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ চলচ্চিত্রনির্মাতাদের উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ এই বিভাগে দেখানো হয়ে থাকে। গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পরিচালক তানভীর মোকাম্মেলকেও নিমন্ত্রণ জানানো হয়েছে।
একজন বামপন্থী বিপ্লবীর জীবনের গল্প নিয়ে সাজানো হয়েছে ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রটি। গত মার্চে ছবিটির শুটিং ও সম্পাদনা শেষের খবর জানান নির্মাতা তানভীর মোকাম্মেল।
দুই ঘণ্টা দৈর্ঘ্যের ‘রূপসা নদীর বাঁকে’ ছবিটির বাজেট মাত্র ছিয়ানব্বই লাখ টাকা। এরমধ্যে বাংলাদেশ সরকার পঞ্চাশ লাখ টাকা অনুদান হিসেবে দিয়েছে। বাকি অংশ ক্রাউড-ফান্ডিং বা গণঅর্থায়নের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে।
ছবিটিতে অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, জাহিদ হাসান শোভন ও তওসিফ সাদমান তূর্য। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, রাজীব সালেহীন, মাসুম বাশার, অলোক বসু, আবদুল্লাহ রানা, মহসিন শামীম, বৈশাখী ঘোষ, শরীফ হোসেন ইমন, মাহমুদ আলম, পার্থ প্রতিম, দেবাশীষ ঘোষ, খন্দকার সোহান, পংকজ মজুমদার, ইকবাল আহমেদ, ইব্রাহীম বিদ্যুৎ, মিলি বাশার, শ্যামল বিশ্বাস, সঙ্গীতা চৌধুরী, স্বপন গুহ, সুশীল সাহা, জাহাঙ্গীর হোসেন, আছির উদ্দীন মিলন, মেহেদী আল আমীন, আব্দুস সেলিম, নবকুমার সরকার, শিশুশিল্পী হিয়া, হিমু ও অন্যরা।