
এবার রিমেকে সিনেমায় জাহ্নবী কাপুর
নভেম্বর ৩০, ২০২০শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর শিগগিরই শুটিংয়ে ফিরছেন। চলতি বছর ‘গুঞ্জন সাক্সেনা- দ্য কার্গিল গার্ল’ মুক্তির পর এ অভিনেত্রী তার পরবর্তী সিনেমার শুট শুরু করবেন ২০২১ সালের জানুয়ারিতে।
বলিউড হাঙ্গামার খবর, জাহ্নবী কাপুর ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত নয়নতারা অভিনীত তামিল হিট ‘কোলামাভু কোকিলা’র রিমেকে চুক্তিবদ্ধ হয়েছেন।
জানা গেছে, সিনেমাটি প্রযোজনা করবেন আনন্দ এল রাই। তামিল সিনেমাটি পরিচালনা করেছিলেন নেলসন দীলিপ কুমার আর এই রিমেক পরিচালনা করবেন সিদ্ধার্থ সেনগুপ্ত, যিনি ‘ওয়ে লাকি! লাকি ওয়ে!’ ও ‘অগ্নিপথ’ সিনেমার সহকারী পরিচালক ছিলেন।
এ বিষয়ে আরো জানা গেছে, আগামী ৭ জানুয়ারি পাঞ্জাবের উদ্দেশে উড়াল দেবেন জাহ্নবী কাপুর। এরপর শুটিং শুরু হবে ৯ জানুয়ারি। টানা ৪৫ দিন চলবে শুটিং।