
আশাবাদী মাহি
নভেম্বর ২৮, ২০২০ডিসেম্বরের শুরুতে মাহিয়া মাহি অভিনীত ‘নবাব এলএলবি’ ছবিটি ওটিটি প্ল্যাটফরম আই থিয়েটারে মুক্তি পেতে যাচ্ছে। এ ছবিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে তাকে। এতে তিনি আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন মাহি।
ছবিটির বিষয়ে মাহি বলেন, ছবিটা খুব ভালো হয়েছে। শুটিং শুরু থের পরকেই মানুষজনের মধ্যে বেশ আগ্রহ দেখতে পাচ্ছি। আমি ভীষণ আশাবাদী। ছবিটি দর্শকদের ভালো লাগবে আশা করি।
‘নবাব এলএলবি’ ছবিতে শাকিব খান-মাহি ছাড়া আরো অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, রাশেদ মামুন অপু ও শহীদুজ্জামান সেলিম।
এদিকে, মাহির ‘আশীর্বাদ’ শিরোনামের আরেকটি ছবির কাজ চলমান রয়েছে। এ ছাড়া আটকে আছে ‘স্বপ্নবাজি’ ছবির কাজ।