
আলিয়ার প্রথম
নভেম্বর ২৮, ২০২০বলিউড অভিনেত্রী আলিয়া ভাট প্রথমবারের মতো গোয়েন্দা চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এই ছবিটি পরিচালনা করবেন বিশাল ভরদ্বাজ।
জানা গেছে, এক দম্পতির গোয়েন্দা হয়ে ওঠার গল্প বলবে ছবিটি। ছবির শুটিং শুরু করার কথা ২০২১-এর জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে, উত্তরাখণ্ডে। বরফ যেন পাওয়া যায়, সেই জন্য বছরের শুরুতে শুটিংয়ের পরিকল্পনা।
এর আগে পরিচালক জানিয়েছিলেন, যেহেতু এই গল্পে পাহাড়ও একটি গুরুত্বপূর্ণ চরিত্র, তাই আউলিতেই শুটিং করার ইচ্ছে আছে তার। জানুয়ারিতে আলিয়া সময় দিয়ে পারবেন কি না, সেই নিয়েই এখন কথা চলছে। তবে এই প্রজেক্টে আলিয়াকে হাতছাড়া করতে চান না বিশাল।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, জানুয়ারিতে অভিনেত্রীর সময় পাওয়া না গেলে বছরের দ্বিতীয়ার্ধে বিদেশেও শুটিং হতে পারে। ছবির চিত্রনাট্য লেখার কাজ চলছে। চূড়ান্ত পর্বের স্ক্রিপ্টরিডিং হলে তার পর চুক্তিপত্রে সই করবেন আলিয়া।