
আইসিইউতে অভিনেতা রাহুল রায়
নভেম্বর ৩০, ২০২০বলিউডের ‘আশিকি’খ্যাত অভিনেতা রাহুল রায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যা নিয়ে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছেন নব্বই দশকের জনপ্রিয় এই অভিনেতা।
ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাতে এনডিটিভির অনলাইন সংস্করণের খবর, একটি সূত্র জানিয়েছে, এলএসি-লাইভ দ্য ব্যাটেল ইন কার্গিল’ সিনেমার শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়েন ৫২ বছর বয়সী রাহুল রায়। আবহাওয়ার কারণে স্ট্রোক হয়েছিল তার। পরে তাকে দ্রুত কার্গিল থেকে শ্রীনগরে, এরপর মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে নেওয়া হয়।
অভিনেতার ভাই রমীর ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, রাহুল সুস্থ হয়ে উঠছেন।
নীতিন কুমার গুপ্তের পরিচালনায় গালোয়ান ঘাঁটির সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ হচ্ছে ‘এলএসি-লাইভ দ্য ব্যাটেল ইন কার্গিল’। সিনেমাটিতে মেজরের চরিত্রে অভিনয় করছিলেন রাহুল। সিনেমাটির শুটিংয়ে পুরো টিম ১৭ দিনের জন্য কার্গিলে ছিলেন।