
অভিনয়ে ফারহানের পথচলা যেভাবে
নভেম্বর ১৮, ২০২০ছোট পর্দার চলতি প্রজন্মের তরুণ অভিনেতা মুশফিক আর. ফারহান। চার বছর আগে আরজের চাকরি ছেড়ে অভিনয়টাকেই পেশা হিসেবে নেন তিনি।
তিনি বলেন, আরজে থাকা অবস্থায় ছোট ছোট চরিত্রে অভিনয় করতাম। এমন অনেক দিন গেছে সকালে সেটে যেতাম। দেখা যেত আমার দৃশ্য ধারণ হতো বিকালে বা সন্ধ্যায়। সারাদিন বসে থাকতাম। শুরুর দিকে অনেক বেগ পেতে হয়েছে। ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে।
কিন্তু কেন? জবাবে তিনি বলেন, যখন অভিনয় শুরু করি তখন বাংলাদেশের অন্যতম হিট আরজে ছিলাম।তারপরও একটা পর্যায়ে সেই পেশা ছেড়ে দেই। সত্যি কথা বলতে অভিনয়ের মায়ায় পড়ে যাই। একেবারে নতুন করেই শুরু করি। অভিনয়ের কোনো জ্ঞান বা পূর্ব অভিজ্ঞতা ছিল না। যাদের নির্দেশনায় কাজ করতাম তারাও অনেকটা নতুন ছিল। তাই শেখার সুযোগটা কম ছিল।
কখনও রোমান্টিক, কখনও বদমেজাজি, কখনও বা দাপুটে চরিত্রে দেখা মেলে ফারহানের। বাস্তব জীবনে তিনি কেমন? হেসে ফারহান বলেন, বাস্তব জীবনে আমি ইমোশনাল।
২০১৬ সালের নির্মাতা মাবরুর রশিদ বান্নাহর ‘একটি তিন মাসের গল্প’ নাটকের মাধ্যমে অভিনয়ে আসেন ফারহান। এরপর সাবলীল অভিনয়ের মাধ্যমে আলাদা পরিচিতি পেয়েছেন তিনি।