
অপূর্বর শারীরিক অবস্থা স্বাভাবিক
নভেম্বর ৮, ২০২০করোনায় আক্রান্ত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব আগের থেকে ভালো আছেন। তিনি এখন শঙ্কামুক্ত। তার শারীরিক অবস্থা পুরোপুরি স্বাভাবিক।
আজ সকাল ১০ টায় অপূর্বর সর্বশেষ শারীরিক অবস্থা প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ডিউটি ম্যানেজার লুৎফর কবির।
তিনি বলেন, ভর্তি হওয়ার পর প্রথম দিন অপূর্বর শারীরিক অবস্থা খানিকটা খারাপ ছিল। তবে প্লাজমা দেওয়ার পর তার দুর্বলতা কেটে গিয়েছে। খাওয়া-দাওয়া, ঘুম সবই স্বাভাবিক। তিনি দ্রুতই সেরে উঠবেন আশা করা যাচ্ছে।
গত মঙ্গলবার রাতে কাঁপুনিসহ জ্বর ও শারীরিক দুর্বলতা থাকায় এ অভিনেতাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।