
৮৫ বছর বয়সে করোনা জয় করলেন সৌমিত্র
অক্টোবর ১৪, ২০২০ভারতের বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। বুধবার তার করোনা পরীক্ষা করা হয়। এরপর রিপোর্টে ৮৫ বছর বয়সী অভিনেতার করোনা নেগেটিভ এসেছে বলে জানা গেছে।
সৌমিত্র চট্টোপাধ্যায় বর্তমানে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি রয়েছে। গত এক সপ্তাহের বেশি সময় ধরে এই হাসপাতালে ভর্তি আছেন এই অভিনেতা।
হাসপাতাল সূত্রের খবর, দু’বার প্লাজমা থেরাপি ভালো কাজে লেগেছে। শারীরিক পরিস্থিতির উন্নতি হয়েছে অভিনেতার। তবে শরীরে সোডিয়ামের মাত্রা বৃদ্ধি এখনো উদ্বেগে রেখেছে চিকিৎসকদের।
শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হয়। সোমবার হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছিল, সৌমিত্রের প্রস্টেটের পুরনো ক্যান্সার ফিরে এসেছে। ছড়িয়ে পড়েছে ফুসফুস এবং মস্তিষ্কে। সংক্রমণ ঘটেছে মূত্রথলিতে।
তারপর থেকেই সৌমিত্রকে বাইপ্যাপ ভেন্টিলেশনে রাখা হয় তাকে। সে সময় বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যু গুজবও ছড়িয়ে পড়ে।
ভারতে লকডাউন ওঠার পর স্বাভাবিক কর্মজীবনে ফিরেছিলেন সৌমিত্র। দুদিন অভিযান ছবির শুটিং করেন।তাকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্রের কাজও করেন তিনি। একটি নাটকের মহড়ায়ও গিয়েছিলেন। কর্মক্ষেত্র থেকে সংক্রমণ হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।