
হিমানশী খুরানা গুরুতর অসুস্থ
অক্টোবর ১, ২০২০গায়িকা হিমানশী খুরানা দিন চারেক আগে করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হিমানশী খুরানাকে ভর্তি করা হয়েছে লুধিয়ানার এক হাসপাতালে ৷
হিমানশীকে ‘পাঞ্জাবের ঐশ্বরিয়া রায় বলা হয়। জানা যাচ্ছে হঠাৎ করে হিমানশীর শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায়, তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। তার জ্বরও বেড়ে গিয়েছিল বলে জানা যাচ্ছে। তাপমাত্রা ছিল ১০৫ ডিগ্রি ফারেনহাইট।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করা হন হিমানশীকে। তার শারীরিক অবস্থা সংঙ্কটজনক হয়ে পড়ে।