
সৌমিত্রের শারীরিক অবস্থার অবনতি
অক্টোবর ২৬, ২০২০শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও ফের সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়ে উত্কণ্ঠা বেড়েছে। করোনাভাইরাস থেকে মুক্ত হলেও অন্যান্য শারীরিক জটিলতার কারণে অবস্থার অবনতি ঘটেছে।
হাসপাতালের বরাত দিয়ে পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার জানিয়েছে, সৌমিত্রর রক্তে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রায় তারতম্য ঘটেছে। বয়স ও নানা আনুষঙ্গিক রোগের কারণে শুরু হয়েছে পারিপার্শ্বিক সংক্রমণ। রক্তে অণুচক্রিকা কমছে, বাড়ছে ইউরিয়া।
রক্তে অক্সিজেনের পরিমাণে তারতম্য হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখার কথা ভাবছেন চিকিৎসকরা। কিডনি ও স্নায়ুরোগের জটিলতাও সৌমিত্রকে ভোগাচ্ছে ।
করোনাভাইরাস শনাক্ত হওয়ায় গত ৬ অক্টোবর কলকাতার বেল ভিউ ক্লিনিকে ভর্তি করা হয়েছিল ৮৫ বছর বয়সী এ অভিনেতাকে। প্রায় দশ দিন চিকিৎসার পর ১৬ অক্টোবর তার করোনাভাইরাস রিপোর্ট ‘নেগেটিভ’ আসে, শরীরিক অবস্থারও কিছুটা উন্নতি হয়।
কিন্তু অন্যান্য স্বাস্থ্য জটিলতা থাকায় তার অবস্থার আবার অবনতি হতে শুরু করেছে। কোভিড এনসেফ্যালোপ্যাথির কারণে তার চেতনা হ্রাস পাচ্ছে বলেও চিকিৎসকের বরাতে জানিয়েছে আনন্দবাজার।
এদিকে সৌমিত্রের প্রস্টেটের পুরনো ক্যান্সারও আবার ফিরে এসেছে, যা নিয়ে চিকিৎসকদের মধ্যে উদ্বেগ রয়েছে।