
মা হচ্ছেন অমৃতা
অক্টোবর ১৪, ২০২০বলিউড অভিনেত্রী অমৃতা রাও বিয়ের ৪ বছর পর মা হচ্ছেন। সম্প্রতি অন্তঃসত্ত্বা অমৃতা রাওয়ের ছবি প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।
সেখানে অমৃতা বেবি বাম্প নিয়ে কোনও লুকোচুরি করেননি।
অন্তঃসত্ত্বা অমৃতা রাওয়ের ছবি প্রকাশ্যে আসার পর একটি সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন অভিনেত্রী। সেখানে তিনি বলেন, বর্তমানে তার স্বামী আর জে আনমোল বাড়িতে থেকে কাজ করছেন। ফলে তারা একসঙ্গে অনেক সময় কাটাচ্ছেন। ফলে তার যা খেতে ইচ্ছে করছে, তাই খাচ্ছেন।
তিনি আরও বলেন, আনমোল তাকে প্রতি রাতে ভগবত গীতার একটি অংশ পড়ে শোনান। প্রতিদিনই আনমোল তাকে এবং তার গর্ভস্ত শিশুকে ভগবত গীতা পাঠ করে আনমোল শোনান বলে জানান অমৃতা রাও।