
গোপনে বিয়ে করলেন স্কারলেট
অক্টোবর ৩০, ২০২০গোপনে বিয়ে করলেন ব্ল্যাক উইন্ডো তারকা স্কারলেট জোহানসন। মার্কিন কৌতুকশিল্পী কলিন জস্টকে বিয়ে করেছেন তিনি। বৃহস্পতিবার তাদের বিয়ের খবর প্রকাশ করে স্বেচ্ছাসেবী সংস্থা ‘মিলস অন হুইলস’।
সংস্থাটির সোশ্যাল মিডিয়া জানানো হয়, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে একটি ঘরোয়া অনুষ্ঠানে স্কারলেট জোহানসন এবং কলিন জস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। করোনা আবহে সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে ২০১৯ সালের মে মাসে বাগদান সারেন স্কারলেট-কলিন। ৩৮ বছর বয়সী জস্টের এটি প্রথম বিয়ে হলেও, ৩৫ বছর বয়সী স্কারলেট জোহানসনের এটি তৃতীয় বিয়ে।
এর আগে অভিনেতা রায়ান রেনল্ডস ও ফ্রেঞ্চ ব্যাবসায়ীর সঙ্গে রোমান ডোরিয়াক (দ্বিতীয়) বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন স্কারলেট। রোমানের সঙ্গে তার সেই সংসারে একটি মেয়েও রয়েছে।