
কঙ্গনার বিরুদ্ধে দায়ের হলো এফআইআর
অক্টোবর ১৪, ২০২০বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউয়াতের বিরুদ্ধে এফআইআর দায়ের করলো কর্নাটক পুলিশ।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, কর্নাটকের তুমকুর থানার পুলিশ এই অভিনেত্রীর বিরুদ্ধে দায়ের করে এফআইআর।
সম্প্রতি কর্নাটক আদালতের তরফে স্পষ্ট জানানো হয়, কৃষি বিল নিয়ে কৃষকদের সম্পর্কে অপমানজনক মন্তব্যের জেরে এফআইআর দায়ের করা হোক কঙ্গনার বিরুদ্ধে। আদালতের নির্দেশ অনুযায়ীই এবার তুমকুর থানার পুলিশ এফআইআর দায়ের করে।
সম্প্রতি কৃষি বিলের বিরোধীদের ‘জঙ্গি’ বলে আক্রমণ করেন কঙ্গনা রানাউয়াত। নাগরিকত্ব সংসশোধনী আইনের বিরোধিতা যারা করেন, তাদের পাশাপাশি কৃষি বিলের বিরোধীদেরও ‘জঙ্গি’ বলে আক্রমণ করেন কঙ্গনা।