
এক বছরের মধ্যেই নতুন ছবি আসবে: শাহরুখ খান
অক্টোবর ২৮, ২০২০নতুন ছবির বিষয়ে ইঙ্গিত দিয়েছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। মঙ্গলবার টুইটারে ভক্ত-অনুরাগীদের সঙ্গে ‘এএসকেএসআরকে’ সেশন চলাকালীন সময়ে নিজের পরবর্তী ছবি নিয়ে কথা বলেন তিনি। ভক্তদের আশ্বস্ত করে তিনি বলেন, আগামী এক বছরের মধ্যেই পর্দায় তার নতুন ছবি আসবে।
কিং খানকে এদিন এক ভক্ত প্রশ্ন করেন, দুবাইয়ে কি দিলওয়ালে দুলাহানিয়া লেযাঙ্গে দেখবেন শাহরুখ খান? সম্প্রতিই ২৫ বছর পূর্ণ হয়েছে ছবিটির। এ উপলক্ষে বিশ্বের বেশকিছু সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে কালজয়ী ছবিটি।
প্রশ্নের জবাবে শাহরুখ বলেন, না, আমি থিয়েটারে আমার নতুন ছবি দেখার জন্য অপেক্ষা করব। শুটিং শুরু করব, তারপর প্রোডাকশন্স। আর আমি অবশ্যই সকল সিনেমা হল স্বাভাবিক হওয়ার আশা করছি, এক বছর লাগবে।
এদিকে সূত্রের খবর, সিদ্ধার্থ আনন্দে পাঠান ছবিতে দেখা যাবে বলিউড বাদশাহকে। যশরাজের ব্যানারে এ ছবিতে কিং খান ছাড়াও আরো দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকে।
শাহরুখ খান অভিনীত সবশেষ ছবি জিরো ২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল। এই ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এরপরই দীর্ঘ বিরতিতে চলে যান শাহরুখ।