
আঠারো বছরের ছোট নিকোলাসের প্রেমে মনিকা
অক্টোবর ১৮, ২০২০সাত বছর ধরে ‘রিলেশনশিপ সিঙ্গেল’ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ৫৬ বছর বয়সী অভিনেত্রী মনিকা বেলুচ্চি। তবে সম্প্রতি আলোচনায় এসেছেন নতুন প্রেমিকের হাত ধরে।
১৯৯০ সালে প্রথম বিয়ে করেছিলেন মনিকা। মাত্র ১৬ বছর বয়সে মালা পরিয়েছিলেন ইতালীয় আলোকচিত্রী ক্লাডিও কার্লোস বাসো। কিন্তু
১৮ মাসের মাথায় বিচ্ছেদপত্রে সই করেন মনিকা।
এরপর ১৯৯৬ সালে ‘দ্য অ্যাপার্টমেন্ট’ সিনেমার সেটে মনবিনিময় করেন সহশিল্পী ভিনসেন্ট ক্যাসেলের সঙ্গে। তিন বছর পর আংটি আর মালাবদল করেন তারা। এই জুটি এক ছাদের নিচে ছিলেন দীর্ঘ ১৪ বছর। তাদের সংসারে জন্ম নেওয়া দুই মেয়ে ডেভা ১৬ আর লিওনির বয়স এখন ১০ বছর। এরপর আবার একা মনিকা।
সম্প্রতি তাকে দেখা গেছে প্যারিসের পথে। ৩৮ বছর বয়সী নিকোলাস লেফেভ নামের এক ভাস্করের হাত ধরে হাঁটছেন। জানা গেছে, মনিকা আর নিকোলাস তিন বছর হলো অত্যন্ত গোপনীয়তার সঙ্গে প্রেম করছেন। নিকোলাসেরও আনাহি নামের আট বছর বয়সী একটা মেয়ে রয়েছে।
ভিনসেন্ট ক্যাসেলের সঙ্গে বিচ্ছেদের পর এই প্রথম মনিকাকে কারো সঙ্গে প্রকাশ্যে দেখা গেল। ধারণা করা হচ্ছে, এই জুটি তাদের তিন মেয়েকে নিয়ে প্যারিসে এক ছাদের নিচে বসবাস করছেন।