
অপু বললেন- বুক ফেটে কান্না আসছে
অক্টোবর ২৩, ২০২০হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। কিন্তু এবারের বিশেষ এই দিনে মন ভালো নেই ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের। এর কারণ, কয়েকদিন আগেই মা এই অভিনেত্রীর মা মারা গেছে।
অপু বলেন, মা কিছুদিন আগে গত হয়েছেন, তাই পূজায় কোনো পরিকল্পনা নেই। মা পূজার সব পরিকল্পনা করতেন। আমি, মা এক রকম ড্রেস পরতাম। এই যে আনন্দ; এবার আর হবে না! অথচ গতবার পূজায়ও অনেক আনন্দ করেছি। মা’র কথা খুব মনে পড়ছে, বুক ফেটে কান্না আসছে।
মন্দিরে যাবেন কিনা সে বিষয়ে এই অভিনেত্রী বলেন, এবার পূজায় সেভাবে কিছুই করা হবে না। তবে অষ্টমীর দিন ছেলেকে নিয়ে মন্দিরে যাবো। মায়ের মুখ দর্শন পুণ্যের কাজ। এর বাইরে আর কোথাও যাওয়া হবে না।
প্রতিবারের মতো এবার ঘটা করে পূজার কেনাকাটাও হয়নি বলে জানান অপু। শুধু জয়ের জন্য জামা কিনেছেন।
বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে অপু বিশ্বাস অভিনীত ছবি শ্বশুর বাড়ি জিন্দাবাদ টু। দেবাশীষ বিশ্বাস পরিচালিত ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী। এছাড়াও সম্প্রতি চিত্রনায়ক নিরবের সঙ্গে ছায়াবৃক্ষ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।