
স্বামীর বিরুদ্ধে পুনমের নির্যাতনের অভিযোগ
সেপ্টেম্বর ২৪, ২০২০গত ১০ সেপ্টেম্বর দীর্ঘদিনের প্রেমিক স্যাম বোম্বের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউডের আলোচিত মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে। ধুমধাম আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছিলো তাদের বিয়ের সকল আনুষ্ঠানিকতা। বিয়ের পর নবদম্পতি হানিমুনের জন্য গোয়া যান।
সেখানে গিয়েই ঘটলো বিপত্তি। গোয়া পুলিশের কাছে স্বামী স্যাম বোম্বের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন পুনম। অভিযোগ স্যাম নাকি তাকে বেধড়ক মারধর করেছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার (২১ সেপ্টেম্বর) রাতেই দক্ষিণ গোয়ার থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ জানান পুনম পাণ্ডে। স্যাম নাকি তাকে বেধড়ক মারধর করেছেন। অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন।এমনকী খুনের হুমকি পর্যন্ত দিয়েছেন।
এ বিষয়ে কঙ্কনা থানার ইন্সপেক্টর তুকারাম চহ্বান গণমাধ্যমকে জানান, পুনম পান্ডের অভিযোগ দায়েরের পরই শ্যাম বম্বেকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পুনমের মেডিকেল পরীক্ষা করতে হবে বলে জানান তিনি।
তবে পুনম পান্ডে বা শ্যাম বম্বের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।