
মাফিয়া’তে রাহা তানহা খান
সেপ্টেম্বর ১৯, ২০২০‘মাফিয়া’ ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন তরুণ প্রজন্মের চিত্রনায়িকা রাহা তানহা খান। এতে জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলনের বিপরীতে দেখা যাবে তাকে।
রাহা তানহা খান বলেন, জানেন এই ওয়েব সিরিজের গল্পে আমার চরিত্রটি একজন সিনেমার হিরোইনের। দারুণ একটি চরিত্র। গল্পে মিলন ভাই থাকেন একজন মাফিয়া। ঘটনাচক্রে তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই নিয়েই একের পর এক নানা ঘটনা ঘটতে থাকে।
রাহা জানান, আগামী ২১ সেপ্টেম্বর থেকে কক্সবাজারে এই ওয়েব সিরিজের শুটিং-এ অংশ নেবেন রাহা তানহা খান। সেখানে টানা ১০ দিন শুটিং করবেন তিনি।
এই ওয়েব সিরিজের পরিচালক শাহীন সুমনের নিজের গল্পে ‘মাফিয়া—লেটস প্লে’র চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল।