ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান দেশের বাইরে ব্যাংকক, লন্ডন, তুরস্ক, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুরে শুটিং করেছেন। এবার প্রথমবারের মতো শুটিং করতে যাচ্ছেন মালদ্বীপে।
অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’র কয়েকটি মারপিট দৃশ্য ও তিনটি গানের শুটিং হবে সেখানে। প্রথমে লন্ডনে শুটিং করার কথা থাকলেও শেষ মুহূর্তে ভিসা না মেলায় পরিকল্পনা বদলে যেতে হচ্ছে দ্বীপের দেশটিতে।
জানা গেছে, কাজগুলো করার জন্য অক্টোবর পর্যন্ত শাকিবের শিডিউল আছে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে অক্টোবরের প্রথম সপ্তাহেই ইউনিট নিয়ে মালদ্বীপে যাবেন পরিচালক।
এ বিষয়ে অনন্য মামুন বলেন, দেশে মাত্র কয়েকদিনের শুটিং বাকি। সব ঠিক থাকলে নির্ধারিত সময়েই শেষ করতে পারব। এরপর মালদ্বীপ। দর্শকরা নতুন লোকেশন পেতে যাচ্ছেন। আশা করছি, তাদের ভালো লাগবে।
‘নবাব এলএলবি’ ছবি দিয়েই করোনার বিরতির পর শুটিংয়ে ফিরেছেন শাকিব। ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন দুই নায়িকা মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। এখানে শাকিব খানকে আইনজীবীর ভূমিকায় দেখা মিলবে।