
পুলিশের দ্বারস্থ নুসরাত, ব্যবস্থা নিতেও প্রস্তুত
সেপ্টেম্বর ২১, ২০২০ভারতের পশ্চিমবঙ্গের সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহানের লাল পোশাক পরা একটি ছবি ফ্যান্সি ইউ- ভিডিও চ্যাট নামের অ্যাপের বিজ্ঞাপনে দেখা গেছে। কিন্তু নুসরাতের ছবিটি নাকি বিনা অনুমতিতে ব্যবহার করা হয়েছে। আর এ কারণেই কলকাতা পুলিশের দ্বারস্থ হলেন অভিনেত্রী।
ছবিটি নেটদুনিয়ায় ভাইরাল হতেই নুসরাতের নজরে পড়ে। এরপরই সংশ্লিষ্ট অ্যাপ কর্তৃপক্ষকে একহাত নিয়ে কলকাতা পুলিশের দ্বারস্থ সাংসদ। অতঃপর এই ইস্যুটিকে কেন্দ্র করে বর্তমানে তুমুল শোরগোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কলকাতা পুলিশের সাইবার সেলকে সংশ্লিষ্ট বিষয়ে পদক্ষেপ করার আরজি জানান অভিনেত্রী।
টুইট করে নুসরাত বলেন, এই ধরনের কাজ কোনও ভাবেই সমর্থনযোগ্য নয়। আমার অনুমতি ছাড়া আমার ছবি ব্যবহার করা হচ্ছে। কলকাতা পুলিশের সাইবার সেল বিভাগকে আরজি জানাচ্ছি, দয়া করে তারা যেন সংশ্লিষ্ট বিষয়ে পদক্ষেপ করেন। প্রয়োজনে আইনি ব্যবস্থা নিতেও প্রস্তুত আমি।