
‘পাপ’-এ পিয়া জান্নাতুল
সেপ্টেম্বর ২৩, ২০২০সম্প্রতি ‘পাপ’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করলেন মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। এতে পিয়ার বিপরীতে কাজ করেছেন এ কে আজাদ আদর। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ইয়াসির আরাফাত জুয়েল।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করার বিষয়ে পিয়া বলেন, আসলে স্বল্পদৈর্ঘ্য, না পূর্ণদৈর্ঘ্য সেটা বিষয় না। ঠিক তেমনই ছোট পর্দা, বড় পর্দা কিংবা ওয়েব যে মাধ্যমের জন্য কাজ করি না কেন দায়িত্ববোধ ও মনোযোগ একই থাকে। আর সব কাজের মূল্য আমার কাছে সমান। কাজের মূল্যে ফারাক খুঁজি না।
আজাদ বলেন, এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি আসলেই একটু অন্যরকম। পিয়ার সঙ্গে প্রথম কাজ আমার। দুজনের নতুন কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। আশা করছি, কাজটি তাদের পছন্দ হবে।
নির্মাতা সুত্রে জানা গেছে, খুব শিগগিরই এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেটি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।