
নিজেকে বদলাচ্ছেন শাকিব খান
সেপ্টেম্বর ৭, ২০২০করোনার কারণে সকলের মতো শাকিব খানও দীর্ঘ সময় ধরে কাজ থেকে বিরত ছিলেন। প্রায় পাঁচ মাস পর তিনি নবাব এলএলবির মাধ্যমে শুটিং জোনে ফিরছেন। এ সময়ে শাকিব খানের চারপাশ বদলে গেছে। নির্মাতাদের চিন্তা চেতনায় পরিবর্তন এসেছে। শাকিব নিজেই নিজেকে বদলে নিতে উদ্যোগ নিয়েছেন। বৈচিত্র্যপূর্ণ চরিত্র খুঁজে বেড়াচ্ছেন তিনি।
তেমনি একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন নবাব এলএলবিতে। নির্মাতা অনন্য মামুন পরিচালিত ছবিটিতে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে তাকে। দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন ছবিতে আইজীবীদের মোকাবেলাই করেছেন। এবার নিজেই অপরাধীদের মোকাবেলা করবেন।
নবাব এলএলবি ছবিতে শাকিবের বিপরীতে নায়িকা মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। খলনায়ক হিসেবে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন মডেলিং থেকে আসা এলআর খান সীমান্ত।
এদিকে, শাকিব খানকে নিয়ে ওয়ার্নিং ও বসগিরি ছবির প্রযোজক টপি খান আবারও ছবি শুরু করতে যাচ্ছেন। ছবিটি পরিচালনা করবেন সাফিউদ্দিন সাফি। নাম না বলা এ ছবিটির কাহিনী লিখছেন মাসুম রেজা। এ ছবিতে নাকি শাকিব খানকে নতুন লুকে দেখা যাবে। সব মিলিয়ে বলাই যায়, শাকিব নিজেকে বদলে নিতে বৈচিত্র্যপূর্ণ চরিত্রে ফিরছেন।