
জাহিদ হাসানের ক্যারিয়ারে এবারই প্রথম
সেপ্টেম্বর ১১, ২০২০দীর্ঘ ক্যারিয়ার জীবনে অভিনেতার বাইরে নির্মাতা হিসাবেও সুনাম রয়েছে জাহিদ হাসানের। তাঁর নির্মিতি একক ও ধারাবাহিক নাটক পেয়েছে জনপ্রিয়তাও। তবে এবারই প্রথমবার বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য ধারাবাহিক নাটক নির্মাণ করবেন গুণী এই অভিনেতা।
নাটকটির নাম ‘পিছুটান’। নাটকটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল। সবকিছু ঠিকঠাক থাকলে ১ অক্টোবর থেকে এর শুটিং শুরু হবে।
এ প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, অভিনয় ক্যারিয়ার শুরুই হয়েছিল বিটিভির নাটকের মাধ্যমে। এ চ্যানেলে অসংখ্য কাজের স্মৃতি আছে। অভিনয় মাঝে মধ্যে করলেও এ চ্যানেলের জন্য এই প্রথম নাটক পরিচালনা করছি। বিষয়টি আমার জন্য অনেক সম্মানের।
এই নাটকটি নির্মাণের পাশাপাশি একটি চরিত্রে অভিনয়ও করবেন জাহিদ হাসান। এতে আরো অভিনয় করবেন দিলারা জামান, আলী রাজ, মিলি হোসেন, তারিন, তানভীন সুইটি, ডা. এজাজ, ফারুক আহমেদ, আরফান আহমেদ, সাজু খাদেম, নাবিলা ইসলাম, তারিক স্বপনসহ অনেকে।