
‘জাস্ট ফ্রেন্ড’র সন্তানের বাবা হলেন ফিনিক্স
সেপ্টেম্বর ২৯, ২০২০এবার ‘জাস্ট ফ্রেন্ড’ রুনি মারার সন্তানের বাবা ‘জোকার’ খ্যাত অস্কারজয়ী অভিনেতা হোয়াকিন ফিনিক্স। ২০১৩ সালে ‘হার’ ছবির সেটে পরিচয় রুনি ও ফিনিক্সের। সেখান থেকেই প্রেম শুরু।
২০১৭ সালে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুটি হিসেবেই লালগালিচা মাড়িয়েছেন তারা। এক আলোকচিত্রীর ফ্রেমে জব্দ সেই ছবিগুলো এখন দেখছেন সবাই। আর গত বছরের মে মাসে গুঞ্জন ছড়ায়, তারা নাকি প্রেম করছেন।
সে সময় ‘দ্য গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটু’ ছবির অভিনেত্রী রুনি মারার বাঁ হাতের আঙুলে একটা বড় হীরার আংটি দেখা যায়। এরপর জানা যায় তারা আংটিবদল করেছেন। অথচ ভ্যানিটি ফেয়ারের এক সাক্ষাৎকারে ফিনিক্স বলেছেন, আমি ইন্টারনেটে রুনি ছাড়া আর কোনো মেয়ের সঙ্গে কথা বলি না। আমরা ‘জাস্ট ফ্রেন্ড’, আর কিছু নয়।
গত সেপ্টেম্বর মাসে একবার রুনির অন্তঃসত্ত্বা হওয়ার খবরও ছড়িয়ে পড়ে। অবশেষে গত রোববার খবর এল- মা-বাবা হয়েছেন রুনি-ফিনিক্স। তাদের ছেলের নাম রাখা হয়েছে ১৯৯৩ সালে মারা যাওয়া ফিনিক্সের ভাইয়ের নামে, ‘রিভার’।